General Knowledge Bangla

“General Knowledge Bangla” (Gk Knowledge) ওয়েবসাইটটি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান সরবরাহ করে। এখানে আপনি বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এবং বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি, এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভাণ্ডার হিসেবে এই ওয়েবসাইটটি শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের জন্য আদর্শ। বাংলায় সহজে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

Bangla General Knowledge (Gk Knowledge)

General Knowledge Bangla (Gk Knowledge)

চলুন দেখে নেই  general knowledge bangla (Gk Knowledge)  প্রশ্ন ও উত্তর গুলি :

চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে ?

(A) বিশ্ব ব্যাংক
(B) এশিয়া উন্নয়ন ব্যাংক
(C) জাপানের কেন্দ্রীয় ব্যাংক
(D) রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের এর নাম কি ?

(A) ওলো
(B) বাইন্ট্রিড
(C) ইনডিগো
(D) ম্যাজেন্টা

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক ?

(A) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
(B) ঢাকা ব্যাংক 
(C) ইসলামী ব্যাংক
(D) এশিয়া ব্যাংক

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

চীনের প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি ?

(A) সোনাডাঙ্গা, খুলনা
(B) দাড়োয়ানী, নীলফামারী
(C) বীরগঞ্জ, দিনাজপুর
(D) হরিপুর, ঠাকুরগাঁও

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ?

(A) ৫০৫০১
(B) ৫০৫০২
(C) ৫০৫০৩
(D) ৫০৫০৪

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় ?

(A) ইরাক
(B) মিশর
(C) ইরান
(D) কুয়েত

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন ?

(A) ২৬৩ তম
(B) ২৬৪ তম
(C) ২৬৫ তম
(D) ২৬৬ তম

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার ২০২৫ পুরস্কারে ভূষিত হয়েছেন কে ?

(A) সোনিয়া মুন্নি
(B) আফরিন
(C) আকলিমা
(D) আরিফা

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেক্ট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে ?

(A) জাপান
(B) রাশিয়া
(C) ফ্রান্স
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা কে ?

(A) ফজলে হাসান আবেদ
(B) ড. মুহাম্মদ ইউনূস
(C) আশিকুর চৌধুরী
(D) ওয়ালেস ক্যাম্পবেল

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন