এশিয়া মহাদেশের দেশগুলোর নাম রাজধানী আয়তন ও অবস্থান

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম এবং জনবহুল মহাদেশ।  যা ভৌগোলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক দিক থেকে বৈচিত্র্যে সমৃদ্ধ। এশিয়া মহাদেশের আয়তন প্রায় ৪৪.৫ মিলিয়ন বর্গ কিমি, যা পৃথিবীর মোট ভূমির প্রায় ৩০%,  জনসংখ্যা প্রায় ৪.৬ বিলিয়ন, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬০% । 

 

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী, আয়তন, এবং অবস্থান সম্পর্কে  বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হলো ।

এশিয়া মহাদেশ সর্ম্পকে গুরুত্বপূর্ন কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

(এশিয়া মহাদেশের দেশগুলোর নাম)

  • পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম : এশিয়া মহাদেশ
  • এশিয়া মহাদেশের আয়তন : ৪৪.৫৮ মিলিয়ন বর্গকিলোমিটার
  • এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কতটি : ৪৪ টি
  • এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ : চীন
  • এশিয়ার দীর্ঘতম নদী : ইয়াংসিকিয়াং
  • Tiger of Bicycle নামে পরিচিত এশিয়ার কোন দেশ : ভিয়েতনাম
  • এশিয়ার বৃহত্তম মরুভূমি :গোবি মরুভূমি
  • City of fountains নামে পরিচিত কোন দেশ : তাসখন্দকে
  • এশিয়ার বৃহত্তম সাগর : ফিলিপাইন সাগর
  • এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা : ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা
  • Father of Apple Tree বলা কোন শহরকে  : কাজাখস্তানকে এর ‘আলামাআতা’ শহরকে
  • The Land of Fames’নামে পরিচিত এশিয়ার কোন দেশ : আজারবাইজান 
  • এশিয়ার বৃহত্তম হ্রদ : চিলিকা হ্রদ
  • নাগোর্নো-কারাবাখ দ্বন্দ্ব হলো : আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে
  • এশিয়ার বৃহত্তম পর্বতমালা : হিমালয় পর্বতমালা 
  • এশিয়ার কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই : মালদ্বীপ
  • NATO তে  মুসলিম সদস্য দেশ : তুরস্ক ও আলবেনিয়া
  • এশিয়ার বৃহত্তম অরণ্য : তৈগা 
  • এশিয়ায় জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ : ইন্দোনেশিয়া
  • এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় : ভুটান
  • এশিয়ার শ্যামদেশ নামে পরিচিত : থাইল্যান্ড
  • এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র : ফিলিপাইন
  • এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র : শ্রীলংকা
  • এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র : নেপাল
  • পৃথিবীর কত  ভাগ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে : ৬০ ভাগ
  • আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ : মালদ্বীপ
  • এশিয়ার কোন দেশে কোনো নদী নেই : সৌদি আরব
  • এশিয়ার কোন দেশটিতে সমুদ্র বন্দর নেই : নেপাল, ভুটান ও আফগানিস্তান
  • এশিয়ার বৃহত্তম সমভূমি : পশ্চিম সাইবেরিয়া
  • এশিয়ার বৃহত্তম সমুদ্রবন্দর : হংকং বন্দর (চীন)
  • এশিয়া তথা পৃথিবীর ভূস্বর্গ বলা হয় : কাশ্মীর
  • এশিয়ার সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র : ইন্দোনেশিয়া
  • এশিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন  : সুন্দরবন
  • এশিয়া তথা চীনের দুঃখ বলা হয় কোন নদীকে : হুয়াংহো নদী
  • এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী  : রবীন্দ্রনাথ ঠাকুর
  • এশিয়ার কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় : থাইল্যান্ড
  • এশিয়া তথা বিশ্বের  সবচেয়ে বড় সংবিধান কোন দেশের : ভারত
  • এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
  • এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় : ভুটান
  • এশিয়ার কোন দেশ যুক্তরাষ্ট্রের উপনিবেশ : ফিলিপাইন
  • এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু : বেবা অন্তরীপ
  • এশিয়া মাইনর বলা হয় কোন দেশকে : তুরস্ক
  • এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী : সালউইন নদী
  • এশিয়া মহাদেশের তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেষ্ট
  • পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম : ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে
  • এশিয়ার উষ্ণতম স্থানের নাম : পাকিস্তানের জেকোবাবাদ
  • ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে বলা হয় : ইউরেশিয়া
  • এশিয়া আফ্রিকা মহাদেশকে একত্রে বলা হয় : আফ্রোশিয়া
  • এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে : লোহিত সাগর
  • এশিয়ার সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেস্ট

 

    Names of Countries in Europe /  ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
    October 27, 2024

    […] আরোও পড়ুন : এশিয়া মহাদেশের দেশগুলোর নাম রাজধানী… […]

    0
    0

Leave A Comment

Related Posts

আন্তর্জাতিক বিষয়াবলী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? (A) রুজভেল্ট(B) জর্জ ওয়াশিংটন(C)  আব্রাহাম লিংকন(D)  উইলসন Correct Answer :  B সঠিক উত্তরটি দেখুন

Read More