(Names of Countries in Europe) ইউরোপ মহাদেশ বিশ্বের দ্বিতীয় মহাদেশ হলেও এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব বিশাল। ইউরোপ মহাদেশে রাশিয়া আকারে সবচেয়ে বড়। এই মহাদেশে কিছু বিখ্যাত এবং সমৃদ্ধশালী দেশ রয়েছে, যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ইতালি প্রভৃতি। ইউরোপের প্রতিটি দেশেই রয়েছে নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং ইতিহাস, যা তাদেরকে আলাদা বৈশিষ্ট্য দেয়। দেশগুলোর রাজধানী এবং সরকারব্যবস্থা তাদের ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক পরিপ্রেক্ষিতের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়ার মস্কো, জার্মানির বার্লিন, ফ্রান্সের প্যারিস, যুক্তরাজ্যের লন্ডন এবং ইতালির রোম উল্লেখযোগ্য রাজধানী শহর। এগুলো শুধু নিজেদের দেশের নয়, বরং বিশ্বব্যাপী বাণিজ্য, শিল্পকলা এবং পর্যটনের জন্যও বিখ্যাত। ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থা এই মহাদেশের অনেক দেশকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সংযুক্ত করেছে, যা বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ব্লগ পোস্টে ইউরোপ মহাদেশের সবগুলো দেশের নাম ও রাজধানীর নাম তুলে ধরা হয়েছে, যা পাঠকদের জন্য ইউরোপীয় দেশগুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেবে।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী :
চলুন দেখে নেই (Names of Countries in Europe) ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
ক্রমিক নং | দেশগুলোর নাম | রাজধানী |
১ | আলবেনিয়া | তিরানা |
২ | অ্যান্ডোরা | অ্যান্ডোরা লা ভেলা |
৩ | আর্মেনিয়া | ইয়েরেভান |
৪ | অস্ট্রিয়া | ভিয়েনা |
৫ | আজারবাইজান | বাকু |
৬ | বেলারুশ | মিনস্ক |
৭ | বেলজিয়াম | ব্রাসেলস |
৮ | বসনিয়া ও হার্জেগোভিনা | সারায়েভো |
৯ | বুলগেরিয়া | সোফিয়া |
১০ | ক্রোয়েশিয়া | জাগ্রেব |
১১ | সাইপ্রাস | নিওসিয়া |
১২ | চেক প্রজাতন্ত্র | প্রাগ |
১৩ | ডেনমার্ক | কোপেনহেগেন |
১৪ | এস্তোনিয়া | টালিন |
১৫ | ফিনল্যান্ড | হেলসিঙ্কি |
১৬ | ফ্রান্স | প্যারিস |
১৭ | জর্জিয়া | তিবিলিসি |
১৮ | জার্মানি | বার্লিন |
১৯ | গ্রিস | এথেন্স |
২০ | হাঙ্গেরি | বুদাপেস্ট |
২১ | আইসল্যান্ড | রেইকজাভিক |
২২ | আয়ারল্যান্ড | ডাবলিন |
২৩ | ইতালি | রোম |
২৪ | কাজাখস্তান (আংশিক) | আস্তানা |
২৫ | কসোভো | প্রিস্টিনা |
২৬ | লাটভিয়া | রিগা |
২৭ | লিচেনস্টাইন | ভাদুজ |
২৮ | লিথুয়ানিয়া | ভিলনিয়াস |
২৯ | লুক্সেমবার্গ | লুক্সেমবার্গ |
৩০ | মাল্টা | ভ্যালেটা |
৩১ | মলদোভা | চিসিনাউ |
৩২ | মোনাকো | মোনাকো |
৩৩ | মন্টেনেগ্রো | পডগোরিকা |
৩৪ | নেদারল্যান্ডস | আমস্টারডাম |
৩৫ | উত্তর মেসিডোনিয়া | স্কোপিয়ে |
৩৬ | নরওয়ে | অসলো |
৩৭ | পোল্যান্ড | ওয়ারশ |
৩৮ | পর্তুগাল | লিসবন |
৩৯ | রোমানিয়া | বুখারেস্ট |
৪০ | রাশিয়া (আংশিক) | মস্কো |
৪১ | সান মারিনো | সান মারিনো |
৪২ | সার্বিয়া | বেলগ্রেড |
৪৩ | স্লোভাকিয়া | ব্রাটিস্লাভা |
৪৪ | স্লোভেনিয়া | লিউব্লিয়ানা |
৪৫ | স্পেন | মাদ্রিদ |
৪৬ | সুইডেন | স্টকহোম |
৪৭ | সুইজারল্যান্ড | বার্ন |
৪৮ | তুরস্ক (আংশিক) | আঙ্কারা |
৪৯ | ইউক্রেন | কিয়েভ |
৫০ | যুক্তরাজ্য | লন্ডন |
৫১ | ভ্যাটিকান সিটি | ভ্যাটিকান সিটি |
Names of Countries in Europe
S.L | Country Name | Capital |
1 | Albania | Tirana |
2 | Andorra | Andorra la Vella |
3 | Armenia | Yerevan |
4 | Austria | Vienna |
5 | Azerbaijan | Baku |
6 | Belarus | Minsk |
7 | Belgium | Brussels |
8 | Bosnia and Herzegovina | Sarajevo |
9 | Bulgaria | Sofia |
10 | Croatia | Zagreb |
11 | Cyprus | Nicosia |
12 | Czech Republic | Prague |
13 | Denmark | Copenhagen |
14 | Estonia | Tallinn |
15 | Finland | Helsinki |
16 | France | Paris |
17 | Georgia | Tbilisi |
18 | Germany | Berlin |
19 | Greece | Athens |
20 | Hungary | Budapest |
21 | Iceland | Reykjavik |
22 | Ireland | Dublin |
23 | Italy | Rome |
24 | Kazakhstan (partly in Europe) | Astana |
25 | Kosovo | Pristina |
26 | Latvia | Riga |
27 | Liechtenstein | Vaduz |
28 | Lithuania | Vilnius |
29 | Luxembourg | Luxembourg |
30 | Malta | Valletta |
31 | Moldova | Chișinău |
32 | Monaco | Monaco |
33 | Montenegro | Podgorica |
34 | Netherlands | Amsterdam |
35 | North Macedonia | Skopje |
36 | Norway | Oslo |
37 | Poland | Warsaw |
38 | Portugal | Lisbon |
39 | Romania | Bucharest |
40 | Russia (partly in Europe) | Moscow |
41 | San Marino | San Marino |
42 | Serbia | Belgrade |
43 | Slovakia | Bratislava |
44 | Slovenia | Ljubljana |
45 | Spain | Madrid |
46 | Sweden | Stockholm |
47 | Switzerland | Bern |
48 | Turkey (partly in Europe) | Ankara |
49 | Ukraine | Kyiv |
50 | United Kingdom | London |
51 | Vatican City | Vatican City |
ইউরোপ মহাদেশ সর্ম্পকে সাধারণ জ্ঞান :
- ইউরোপ মহাদেশের আয়তন কত : ২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি
- ইউরোপ মহাদেশ অবস্থিত কোন গোলার্ধে : উত্তর গোলার্ধে
- ইউরোপের ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি
- ইউরোপের প্রবেশদ্বার বলা হয় : ভিয়েনা
- ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয় : বেলজিয়াম
- হোয়াইট রাশিয়া কোন দেশকে বলা হয় : বেলারুশ
- ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ : যুক্তরাজ্য
- ইউরোপ মহাদেশ জনসংখ্যার দিক দিয়ে কততম : দ্বিতীয়
- আয়তনের দিক থেকে ইউরোপ কততম মহাদেশ : ৩য়
- ইউরোপের কোন দেশে প্রথম সামন্তবাদ সূত্রপাত হয় : ইতালি
- ইউরোপ মহাদেশের মোট উপকূল রেখা কত : ৪১,২০৪ কি.মি.
- ইউরোপের দীর্ঘতম নদী : ভলগা
- সোভিয়েত ইউনিয়নের অনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে : ১৯৯১ সালে
- ভলগা নদী কোথায় পতিত হয়েছে : কাস্পিয়ান সাগর
- পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য আহরণ ক্ষেত্র : মগ্নচূড়া অঞ্চল
- ইউরোপের সুড়ঙ্গ পথ নাম : ইউরো টানেল
- ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম : মাউন্ট ব্ল্যাঙ্ক
- ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ : মোনাকো
- ইউরোপের কোন দেশকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় : ইতালি
- ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এলব্রাস
- ইউরোপ মহাদেশের সর্বনিম্ন বিন্দু : কাম্পিয়ান সাগর
- ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ : লাডোগা হ্রদ
- ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রতিষ্ঠা কবে হয় : ১৯৯৩ সালে
- ইউরোপে রেনেসাঁ শুরু হয় : চতুর্দশ শতাব্দীতে
- যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল : ল্যাঙ্কাশায়ার
- ইউরোপের কোন দেশের অভিবাসীদের দিনেমার বলা হয় : ডেনমার্ক
- বসনিয়া সংক্রান্ত ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় : ১৯৯৫ সালে
- কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে : ব্রিটেন
- পো নদীর মোহনায় প্রায় ১২৩ টি দ্বীপের উপর নির্মিত শহর : ইতালির ভেনিস
- সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠিত হয় : ১৫টি
- বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল : পর্তুগিজরা
- মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ : চেক প্রজাতন্ত্র
- ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ) -এর একক মুদ্রা কবে চালু হচ্ছে : ১ জানুয়ারি, ১৯৯৯
- বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল : ১৯৬১ সাল
- বার্লিন প্রাচীর কত সালে ভেঙ্গে দেয়া হয় : ১৯৮৯ সাল
- ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত : জার্মানিতে
- মেইন ক্যাম্প গ্রন্থটি কবে প্রকাশিত হয় : ১৯২৫ সালে
- ভার্সাই নগরী কোথায় অবস্থিত : ফ্রান্সের ভার্সাই নগরীতে
- গােথার্ড বেজ টানেলের অবস্থান কোথায় : আল্পস পর্বতমালার
- ইউরোপের দীর্ঘতম পর্বতমালা : আল্পস পর্বতমালা
আরোও পড়ুন : এশিয়া মহাদেশের দেশগুলোর নাম রাজধানী আয়তন ও অবস্থান