খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান : খেলাধুলা মানুষের জীবনে বিনোদন ও স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বব্যাপী ফুটবল, ক্রিকেট, টেনিস, বাস্কেটবলসহ নানা খেলাধুলা বিপুল জনপ্রিয়। খেলাধুলার ইতিহাসে প্রাচীন অলিম্পিক গেমস ছিল উল্লেখযোগ্য একটি অধ্যায়, যা খ্রিস্টপূর্ব ৭৭৬ সালে গ্রিসে শুরু হয়। আধুনিক যুগে অলিম্পিক, ফুটবল বিশ্বকাপ, এবং ক্রিকেট বিশ্বকাপ পৃথিবীর কোটি কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় না, এটি নেতৃত্ব, সময়ানুবর্তিতা ও দলগত কাজের গুরুত্ব শেখায়। একক খেলা যেমন দাবা, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়ায়, অন্যদিকে ক্রিকেট বা ফুটবলের মতো দলীয় খেলায় সমন্বয়ের দক্ষতা উন্নত হয়।

এই ব্লগ পোস্টে খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, ইতিহাস ও সাধারণ জ্ঞান উপস্থাপন করা হয়েছে। এটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে এবং আপনার জ্ঞান সমৃদ্ধ করবে।

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান

আরোও পড়ুন : আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

চলুন দেখে নেই খেলাধুলা বিষয়ক  সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

বাংলাদেশের গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে?

(A) রিফাত বিন সাত্তার
(B) নিয়াজ মোর্শেদ
(C) রানী হামিদ
(D) সূর্যশেখর গাঙ্গুলী

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশ কত সালে ওয়ানডে ক্রিকেটের মর্যাদা লাভ করে ?

(A) ১৯৯৭ সালে
(B) ১৯৯৮ সালে
(C) ১৯৯৯ সালে
(D) ২০০০ সালে

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ?

(A) ব্রজেন দাস
(B) আব্দুর রহমান
(C) আব্দুল মালেক
(D) মোহাম্মদ ইদ্রিস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

অলিম্পিক পতাকার কয়টি রং থাকে ?

(A) ২টি
(B) ৪টি
(C) ৫টি
(D) ৭টি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন ?

(A) পল কলিউড
(B) বিরাট কোহলী
(C) ক্রিস গেইল
(D) সুনীল নারাইন 

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

ওয়াটার পোলো খেলায় একটি দল কতজন খেলোয়াড় খেলবে ?

(A) ৭ জন
(B) ১০ জন
(C) ১৫ জন
(D) ১৬ জন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

কাবাডি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় নিয়ে গঠিত হয়

(A) ১০ জন
(B) ১২ জন
(C) ১৪জন
(D) ১৬ জন

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

অলিম্পিকের মশাল জ্বালিয়ে রাখার নিয়ম চালু হয় কোন সালে?

(A) ১৯২৭
(B) ১৯২৮
(C) ১৯২৯
(D) ১৯৩০

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান হলেন -

(A) উসাইন বোল্ট
(B) কার্ল লুইস
(C) মাইকেল ফেলপস
(D) নাদিয়া কোমানিচি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?

(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) কাবাডি 
(D) দাবা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন