General Knowledge Bangla

“General Knowledge Bangla” (Gk Knowledge) ওয়েবসাইটটি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান সরবরাহ করে। এখানে আপনি বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এবং বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি, এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভাণ্ডার হিসেবে এই ওয়েবসাইটটি শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের জন্য আদর্শ। বাংলায় সহজে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

Bangla General Knowledge (Gk Knowledge)

General Knowledge Bangla (Gk Knowledge)

চলুন দেখে নেই  general knowledge bangla (Gk Knowledge)  প্রশ্ন ও উত্তর গুলি :

চীনের আইন সভার নাম কি ?

(A) স্টেট কাউন্সিল
(B) ন্যাশনাল পিপলস কংগ্রেস
(C) ন্যাশনাল  অ্যাসেম্বলি
(D) পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বব্যাংকের দারিদ্র্য বিশ্লেষণে ব্যবহৃত পদ্ধতির নাম কোনটি ?

(A) মাইক্রো-সিমুলেশন মডেল
(B) ম্যাক্রো-ইকোনমিক মডেল
(C) কস্ট-বেনিফিট অ্যানালাইসিস
(D) রিগ্রেশন অ্যানালাইসিস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আধুনিক সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার বলা হয় ?

(A) গ্রিস
(B) ব্রিটেন
(C) ইতালি
(D) ডেনমার্ক

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে ?

(A) গ্রিস
(B) ফ্রান্স
(C) ইতালি
(D) ডেনমার্ক

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি ?

(A) আদাভি
(B) মিমিত
(C) মেরিনা
(D) গ্রেটা থুনবার্গ

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী ডিয়েলা কোন দেশে নিয়োগ দেওয়া হয়েছে ?

(A)  নরওয়ে
(B)  আলবেনিয়া
(C)  সুইডেন
(D)  অস্ট্রোলিয়া

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

Facebook এর বর্তমান করপোরেট নাম কী ?

(A) Meta
(B) Alpha
(C) Beta
(D) Facebook

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

টুরিং টেস্টের উদ্দেশ্য কি ?

(A) কম্পিউটারের কর্মক্ষমতা পরিমাপ করা
(B) ইন্টারনেটের গতি পরীক্ষা করা
(C) কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষমতা পরীক্ষা করা
(D) সফটওয়্যার এর দুর্বলতা সনাক্ত করা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের ২০২৪ এর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে ?

(A) জাতিসংঘ
(B) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
(C) আন্তর্জাতিক বিচার আদালত 
(D) বিশ্ব অর্থনৈতিক ফোরাম

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে ?

(A) লিডি ফরেষ্ট
(B) জন ম্যাকার্থি
(C) চার্লস ব্যাবেজ
(D) জ্যাক ডসি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন