General Knowledge Bangla

“General Knowledge Bangla” (Gk Knowledge) ওয়েবসাইটটি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান সরবরাহ করে। এখানে আপনি বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এবং বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি, এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভাণ্ডার হিসেবে এই ওয়েবসাইটটি শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের জন্য আদর্শ। বাংলায় সহজে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

Bangla General Knowledge (Gk Knowledge)

General Knowledge Bangla (Gk Knowledge)

চলুন দেখে নেই  general knowledge bangla (Gk Knowledge)  প্রশ্ন ও উত্তর গুলি :

মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?

(A) মুহাম্মদ বিন তুঘলক
(B) বলবন
(C) শামসুদ্দিন ইলতুতমিশ
(D) আলাউদ্দিন খলজী

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি ?

(A) ব্যারোমিটার
(B) সিসমোগ্রাফ
(C) ল্যাকটোমিটার
(D) ডিজোষ্টার স্কেল

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি ?

(A) ভার্নিয়ার স্কেল
(B) মিটার স্কেল
(C) রিকটার স্কেল
(D) ডিজোষ্টার স্কেল

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

কত সালে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি চালু করা হয় ?

(A) ১৯৭০ সালে
(B) ১৯৭৪ সালে
(C) ১৯৭৮ সালে
(D ১৯৮২ সালে

  • Correct Answer :   B
সঠিক উত্তরটি দেখুন

বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?

(A) গোপাল
(B) ধর্মপাল
(C) শশাঙ্ক
(D) লক্ষ্মণ সেন

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

অগাস্ট কোঁৎ কোন দেশের নাগরিক ?

(A) ফ্রান্স
(B) ইতালি
(C) জার্মানি
(D) জাপান

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ?

(A) ১৭৫৭ সালে
(B) ১৭৬৪ সালে
(C) ১৭৭২ সালে
(D) ১৮৫৭ সালে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে ?

(A) ১৫২৫ সালে
(B) ১৫২৬ সালে
(C) ১৭৬১ সালে
(D) ১৭৬২ সালে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

(A) ১৯৫১
(B) ১৯৬২
(C) ১৯৬৩
(D) ১৯৬৪

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয় ?

(A) ১৮১৫ সালে
(B) ১৮২০ সালে
(C) ১৯১২সালে
(D) ১৯১৪ সালে

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন