General Knowledge Bangla

“General Knowledge Bangla” (Gk Knowledge) ওয়েবসাইটটি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান সরবরাহ করে। এখানে আপনি বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এবং বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি, এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভাণ্ডার হিসেবে এই ওয়েবসাইটটি শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের জন্য আদর্শ। বাংলায় সহজে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

Bangla General Knowledge (Gk Knowledge)

General Knowledge Bangla (Gk Knowledge)

চলুন দেখে নেই  general knowledge bangla (Gk Knowledge)  প্রশ্ন ও উত্তর গুলি

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?

(A) ৮টি
(B) ৯টি
(C) ১০ টি
(D) ১১ টি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?

(A) রোম
(B) রিয়াদ
(C) কলম্বো
(D) প্যারিস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?

(A) হাসান হাফিজুর রহমান
(B) শক্তি চট্টোপাধ্যায়
(C) আল-মাহমুদ
(D) হুমায়ুন আজাদ

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

মাওরি কোন দেশের অধিবাসী?

(A) নিউজিল্যান্ড
(B) অস্ট্রেলিয়া
(C) পাপুয়া নিউগিনি
(D) মরিশাস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

'কুসুম্বা মসজিদ' টি কোথায় অবস্থিত ?

(A) কুমিল্লা
(B) ঢাকা
(C) নওগাঁ
(D) নাটোর

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?

(A) ১৯৯০ সালে
(B) ১৯৯১ সালে
(C) ১৯৯২ সালে
(D) ১৯৯৩ সালে

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?

(A) হিন্দি 
(B) আরবি
(C) মালয়
(D) দিবেহী

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?

(A) ১৯৬১ সালে
(B) ১৯৬২ সালে
(C) ১৯৬৩ সালে
(D) ১৯৬২ সালে

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-

(A) ৭০০-১৪০০ খ্রিঃ
(B) ৬৫০-১২০০ খ্রিঃ
(C) ৫০০-১০০০ খ্রিঃ
(D) ৪০০-৮০০ খ্রিঃ

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?

(A) তুরস্ক
(B) সুইডেন
(C) নরওয়ে
(D) ফ্রান্স

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

General Knowledge Bangla