General Knowledge Bangla

“General Knowledge Bangla” (Gk Knowledge) ওয়েবসাইটটি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান সরবরাহ করে। এখানে আপনি বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এবং বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি, এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভাণ্ডার হিসেবে এই ওয়েবসাইটটি শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের জন্য আদর্শ। বাংলায় সহজে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

Bangla General Knowledge (Gk Knowledge)

General Knowledge Bangla (Gk Knowledge)

চলুন দেখে নেই  general knowledge bangla (Gk Knowledge)  প্রশ্ন ও উত্তর গুলি

এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?

(A) ইয়াংসিকিয়াং
(B) ব্রহ্মপুত্র
(C) হোয়াংহো
(D) ইউফ্রেটিস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি" পংক্তির রচয়িতা কে?

(A) শামসুল হক
(B) নজরুল ইসলাম
(C) সুকান্ত ভট্টাচার্য
(D) জীবনানন্দ দাশ

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি ?

(A)  রত্নভাণ্ডার
(B)  গ্রন্থাগার
(C)  শস্যাগার
(D) গোসলখানা

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

জোক গল্পের রচয়িতা কে ?

(A) হাসান আজিজুল হক
(B) আবু ইসহাক
(C) আবুল ফজল
(D) শাহেদ আলী

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী-

(A) ভারত
(B) শ্রীলঙ্কা
(C) পাকিস্তান
(D) বাংলাদেশ

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-

(A) ফখরুদ্দিন মোবারক শাহ
(B) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
(C) সম্রাট বাবর
(D) আলাউদ্দিন মোবারক খলজি

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

(A) ৫ জুন
(B) ৮জুন
(C) ১৯ জুন
(D) ২০ জুন

  • Correct Answer :A
সঠিক উত্তরটি দেখুন

তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

(A) সৈয়দ মুজতবা আলী
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) প্যারীচাঁদ মিত্র
(D) অক্ষয়কুমার দত্ত

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বাগেরহাটের 'মিঠাপুকুর' কে খনন করেন?

(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) সম্রাট হুমায়ুন
(C) সুজাউদ্দিন
(D) সুলতান নুসরত শাহ

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

(A) লর্ড বেন্টিংক
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড মাউন্ট ব্যাটেন
(D) ওয়ারেন হেস্টিংস

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

General Knowledge Questions-Gk Knowledge -১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ)

General Knowledge Bangla