সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় কত সালে?

(A) ১৯৮৭ সালে
(B) ১৯৮৮ সালে
(C) ১৯৮৯ সালে
(D) ১৯৯০ সালে

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয় ?

(A) ২ মার্চ ১৯৭১
(B) ৩ মার্চ ১৯৭১
(C) ৪ মার্চ ১৯৭১
(D) ৫ মার্চ ১৯৭১

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের আইনসভার নাম কি ?

(A) জাতীয় পরিষদ
(B) জাতীয় সংসদ
(C) মন্ত্রী পরিষদ
(D) গণপরিষদ

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

খরিপ শস্য বলতে কি বুঝায় ?

(A) গ্রীষ্মকালীন শস্য
(B) শীতকালীন শস্য
(C) তামাক জাতীয় শস্য
(D) হাইব্রিড শস্য

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া যায় ?

(A) বিজয়পুর
(B) রানীগঞ্জ
(C) জামালগঞ্জ
(D) জকিগঞ্জ

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে হয় ?

(A) দুই ভাগে
(B) তিন ভাগে
(C) চার ভাগে
(D) পাঁচ ভাগে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ?

(A) মার্শাল ম্যাকলুহান
(B) উইলবার শ্রাম
(C) বানার্ড শ
(D) অমর্ত্য সেন

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কি ?

(A) বানৌজা পদ্মা
(B) বানৌজা মেঘনা
(C) বানৌজা মধুমতি
(D) বানৌজা যমুনা

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

নারী জাগরণের দিশারী বলা হয় ?

(A) রিজিয়া রহমান
(B) জাহানারা ইমাম
(C) বেগম সুফিয়া কামাল
(D) বেগম রোকেয়া সাখাওয়াত

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

জাতিসংঘে বাংলাদেশের ১৭তম স্থায়ী প্রতিনিধি কে ?

(A) মো. জসীম উদ্দিন
(B) মো. তৌহিদ হোসেন
(C) ড. শেখ আব্দুর রশীদ
(D) সালাহউদ্দিন নোমান চৌধুরী

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন