সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ?

(A) প্রধানমন্ত্রী
(B) রাষ্ট্রপতি
(C) সেনাবাহিনী প্রধান
(D) স্পীকার

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

MDG-এর অন্যতম লক্ষ্য কি ?

(A) দেশ থেকে পোলিও নির্মূল                                        
(B) HIV / AIDS নির্মূল করা
(C) যক্ষ্মা নির্মূল করা
(D) ক্ষুধা ও দারিদ্র্য দূর করা

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

কোন জেলায় 'ওঁরাও' দের জনসংখ্যা বেশি?

(A) বান্দরবান
(B) চট্টগ্রাম
(C) সিলেট
(D) নওগাঁ

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?

(A) ৩০টি
(B) ৩৯টি
(C) ৪০টি
(D) ৫০ টি

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের বৃহত্তম নৃ- গোষ্ঠী কোনটি ?

(A) সাঁওতাল
(B) রাখাইন
(C) মারমা
(D) চাকমা

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে ?

(A) আনোয়ারা বেগম
(B) ফারজানা ইসলাম
(C) হাফিজা খাতুন
(D) ড. সাদেকা হালিম

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

৬ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের কোনটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয়?

(A) ঢাকাই মসলিন
(B) নাটোরের কাঁচাগোল্লা
(C) ঢাকার রিকশা ও রিকশাচিত্র
(D) বগুড়ার দই

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

UNESCO ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?

(A) বাউল সঙ্গীত
(B) জামদানি বুনন শিল্প
(C) শীতলপাটির বুনন পদ্ধতি
(D) মঙ্গল শোভাযাত্রা

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

৫ সেপ্টেম্বর ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন কর্মসূচি পালন করে?

(A) শহীদি মার্চ
(B) কোটা সংস্কার আন্দোলন
(C) শাহবাগ আন্দোলন
(D) স্বৈরাচার বিরোধী আন্দোলন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

কাসালং নদী কোন জেলায় অবস্থিত?

(A) রাঙ্গামাটি
(B) বান্দরবান
(C) সিলেট
(D) কক্সবাজার

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন