আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

সামষ্টিক অর্থনীতির জনক কে ?

(A) রবার্ট ম্যালথাস
(B) জন স্টুয়ার্ট মিল
(C) এডাম স্মিথ
(D) জে এস কেইনস

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

আগুনের দ্বীপ কোনটি ?

(A) আইসল্যান্ড
(B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড
(D) নেদারল্যান্ড

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

নীল নদ কোন দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত ?

(A) লিবিয়া – মরক্কো
(B) মিশর-ঘানা
(C) মিশর- সুদান
(D) মিশর -লিবিয়া

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

নীল নদ কোন সাগরে পতিত হয়েছে ?

(A) ভূমধ্যসাগর
(B) কৃষ্ণ সাগর
(C) লোহিত সাগর
(D) পারস্য উপসাগর

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

প্রতি বছর নোবেল পুরষ্কার প্রদান করা হয় কবে ?

(A) ১০ সেপ্টেম্বর
(B) ১০ অক্টোবর
(C) ১০ নভেম্বর
(D) ১০ ডিসেম্বর

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

প্রথম নোবেল বিজয়ী নারী কে?

(A) আইরিন কুরি
(B) ম্যারি কুরি
(C) উইনি ম্যান্ডেলা
(D)  লরা জেনি

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

১৭ তম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) ব্রাজি‌ল
(B) কানাডা
(C) ই‌ন্দো‌নে‌শিয়া
(D) ইথিওপিয়া

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসকের নাম কি ?

(A) জেনেট পেট্রো
(B) রোজি ব্যাটি
(C) জিলিয়ান ব্রডবেন্ট
(D) ইলেনা বাটুরিনা

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?

(A) ভারত
(B) রাশিয়া
(C) মায়ানমার
(D)  চীন

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থার নাম কি ?

(A) রয়টার্স
(B) বিবিসি
(C) এএফপি
(D)  সিএনএন

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন