“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।
চলুন দেখে নেই সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি
আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী
(A) হামিদুর রহমান
(B) আতাউর রহমান
(C) পাভেল রহমান
(D) লুৎফর রহমান
নিকারাগুয়ার রাজধানী নাম কি?
(A) মানামা
(B) মানাগুয়া
(C) সান সালভাদর
(D) কারাকাস
যুক্তরাজ্যের আইনসভার নিম্ন কক্ষের নাম কি ?
(A) হাউজ অব লর্ডস
(B) সিনেট
(C) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
(D) হাউজ অব কমন্স
যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি ?
(A) হাউস অব কমনস
(B) সিনেট
(C) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
(D) হাউজ অব লর্ডস
(A) প্রধানমন্ত্রী
(B) রাষ্ট্রপতি
(C) সেনাবাহিনী প্রধান
(D) স্পীকার
MDG-এর অন্যতম লক্ষ্য কি ?
(A) দেশ থেকে পোলিও নির্মূল
(B) HIV / AIDS নির্মূল করা
(C) যক্ষ্মা নির্মূল করা
(D) ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
(A) বান্দরবান
(B) চট্টগ্রাম
(C) সিলেট
(D) নওগাঁ
(A) ৩০টি
(B) ৩৯টি
(C) ৪০টি
(D) ৫০ টি
(A) সাঁওতাল
(B) রাখাইন
(C) মারমা
(D) চাকমা
(A) আনোয়ারা বেগম
(B) ফারজানা ইসলাম
(C) হাফিজা খাতুন
(D) ড. সাদেকা হালিম