সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

দেশের সর্বশেষ অর্থনৈতিক শুমারি কখন অনুষ্ঠিত হয় ?

(A)  ২০১৬ সালে
(B) ২০২২ সালে
(C) ২০২৩ সালে
(D  ২০২৪ সালে 

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রীতি ভবন কোন জেলায় অবস্থিত ?

(A) ঢাকা
(B) খুলনা
(C) বরিশাল
(D যশোর

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

দেশের মুদ্রানীতি প্রণয়ন করে কোন সংস্থা ?

(A) বাংলাদেশ ব্যাংক
(B) অর্থমন্ত্রণালয়
(C) বাণিজ্য মন্ত্রণালয়
(D আন্তর্জাতিক মুদ্রা তহবিল

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বাজেট কোথায় উপস্থাপন করা হয় ?

(A) মন্ত্রিপরিষদ সচিবালয়
(B) জাতীয় সংসদ
(C) সম্প্রচার মাধ্যমে
(D অর্থ মন্ত্রণালয়

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা এর নতুনভাবে কী নামকরণ করা হয়েছে ?

(A) আনন্দ শোভাযাত্রা
(B) বর্ষবরণ শোভাযাত্রা
(C) বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
(D মঙ্গলময় আনন্দ যাত্রা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি ভূমি ডিজিটাইজেশনে সরকার কী চালুর উদ্যোগ নিয়েছে ?

(A) নেটওয়ার্ক সার্ভিস গেটওয়ে
(B) ল্যান্ড সার্ভিস গেটওয়ে
(C) ইন্টারনেট গেটওয়ে
(D ক্লাউড গেটওয়ে

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

কিহাক সাং কোন ইপিজেডের স্থাপনে সংযুক্ত ?

(A) KEPZ
(B) BEPZ
(C) CEPZ
(D DEPZ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন কে ?

(A) বান কি মুন
(B) কিহাক সাং
(C) আন্তোনিও গুতেরেস
(D কোনটিয় নয়

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি কোন দেশ বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ?

(A) ভারত
(B) চীন
(C) নেপাল
(D মিয়ানমার

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত ?

(A) সিলেট
(B) চট্টগ্রাম
(C) দিনাজপুর
(D নীলফামারী

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন