সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

কততম দেশ হিসেবে নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস স্বাক্ষর করেছে বাংলাদেশ ?

(A) ৫২তম
(B) ৫৪ তম
(C) ৫৬ তম
(D) ৫৮ তম

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হচ্ছে কোথায় ?

(A) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(B) ঢাকা বিশ্ববিদ্যালয়
(C) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(D) খুলনা বিশ্ববিদ্যালয়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী বছরের কয়টি মাস ৩১ দিনে শেষ হয় ?

(A) ৫টি
(B) ৬টি
(C) ৭টি
(D) ৮টি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

কোনটিকে অনুসরণ করে বাংলা সনের প্রবর্তন করা হয়েছে ?

(A) সৌরবর্ষ
(B) চীনা বর্ষপঞ্জি
(C) জুলিয়ান বর্ষপঞ্জি
(D) চন্দ্র ও সৌর বর্ষ  উভয়ের সমন্বয়ে

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

কত বছর পর পর অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ?

(A) ৫ বছর
(B) ৭ বছর
(C) ৮ বছর
(D) ১০ বছর

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত ?

(A) আড়াইহাজার, নারায়ণগঞ্জ
(B) শ্রীমঙ্গল, সিলেট
(C) মিরসরাই, চট্টগ্রাম
(D  লালমাই, কুমিল্লা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

কোন নদীর অপর নাম বরাক নদী ?

(A) পদ্মা
(B) তিস্তা
(C) মেঘনা
(D যমুনা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?

(A) বেঙ্গল গেজেট
(B) সম্বাদ কৌমুদী
(C) সংবাদ প্রভাকর
(D বঙ্গদর্শন

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

নববর্ষের ১৪৩২ শোভাযাত্রায় কতটি জাতিগোষ্ঠী অংশ নেয় ?

(A) ২৪টি
(B) ২৭টি
(C) ২৮টি
(D ২৯টি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি সরকার দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ?

(A) ৫টি
(B) ১০টি
(C) ১৩টি
(D ১৫টি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন