সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল ?

(A) বহুদলীয় ব্যবস্থা
(B) সংসদে মহিলা আসন
(C) তত্ত্বাবধায়ক সরকার
(D বাকশাল প্রতিষ্ঠা

  • Correct Answer :   C
সঠিক উত্তরটি দেখুন

স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের যাত্রা ‍ শুরু হয় কবে ?

(A) ৭ মার্চ ২০০৬
(B) ৯ মার্চ ২০০৮
(C) ১১ মার্চ ২০০৭
(D ১৭ মার্চ ২০০৯

  • Correct Answer :   B
সঠিক উত্তরটি দেখুন

শালবন বিহারের অবস্থান কোন জনপদের অন্তর্ভুক্ত ?

(A) বঙ্গ
(B) সমতট
(C) রাঢ়
(D পুন্ড্র

  • Correct Answer :   B
সঠিক উত্তরটি দেখুন

সাদরি ভাষায় কথা বলে বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ?

(A) হাজং
(B) ওঁরাও
(C) ত্রিপুরা
(D মারমা

  • Correct Answer :   B
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে ?

(A) ২ সেপ্টেম্বর ২০২৪
(B) ১০ সেপ্টেম্বর ২০২৪
(C) ১২ সেপ্টেম্বর ২০২৪
(D  ২২ সেপ্টেম্বর ২০২৪

  • Correct Answer :   D
সঠিক উত্তরটি দেখুন

রাস মেলার জন্য বিখ্যাত ?

(A) সাগরদাঁড়ি
(B) মহাস্থান গড়
(C) দুবলার চর
(D  লালনের  আখড়া

  • Correct Answer :   C
সঠিক উত্তরটি দেখুন

আধুনিক শিক্ষার জনক কে ?

(A) হিপোক্রেটিস
(B) আলবার্ট আইনস্টাইন
(C) সক্রেটিস
(D শেক্সপিয়র

  • Correct Answer :   C
সঠিক উত্তরটি দেখুন

কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত ?

(A) রামসাগর
(B) কাপ্তাই হ্রদ
(C) টাঙ্গুয়ার হাওড়
(D মাধবকন্ড

  • Correct Answer :   C
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি ?

(A) সিটিসেল
(B) টেলিটক
(C) গ্রামীণফোন
(D বাংলালিংক

  • Correct Answer :   A
সঠিক উত্তরটি দেখুন

হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত ?

(A) গুজরাটি
(B) ওলন্দাজ
(C) তুর্কি
(D পর্তুগিজ

  • Correct Answer :   A
সঠিক উত্তরটি দেখুন