সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?

(A) ১ মার্চ ১৯৭৩
(B) ১ জানুয়ারি ১৯৭৩
(C) ১ ফেব্রুয়ারি ১৯৭২
(D) ৪ মার্চ ১৯৭২

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

(A) গৌর দাশ
(B) পঞ্চানন কর্মকার
(C) চার্লস উইলকিন্স
(D) গঙ্গা কিশোর ভট্টাচার্য

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ওয়াংগালা কাদের উৎসব ?

(A) তুর্কিদের
(B) গারোদের 
(C) চাকমাদের
(D) মারমাদের 

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?

(A) শিব নারায়ণ দাস
(B) রফিকুন্নবী
(C) জয়নুল আবেদিন
(D) মোস্তফা মনোয়ার

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?

(A) তারামন বিবি ও ময়মুনা বিবি
(B) তারামন বিবি ও সিতারা বেগম
(C) সিতারা বেগম ও ময়মনা বিবি
(D) মনসুরা বিবি ও তারামন বিবি

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?

(A) সোঁনারগাঁওয়ের জাদুঘর এলাকাকে
(B) ফেনীর মহুরী প্রজেক্ট এলাকাকে
(C) নেত্রকোণার বিরিশিরি এলাকাকে
(D) বরেন্দ্র জাদুঘর এলাকাকে

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?

(A) মহানন্দা
(B) ব্রহ্মপুত্র
(C) করতোয়া
(D) গঙ্গা

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?

(A) কুতুবদিয়া
(B) হাতিয়া
(C) সন্দ্বীপ
(D) নিঝুম

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি

(A) ভারত
(B)  রাশিয়া
(C)  জাপান
(D) যুক্তরাষ্ট্র

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

(A) কিছুক্ষণ 
(B)  সুন্দরাম
(C) লোকায়ত
(D) উত্তরাধিকার

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

General Knowledge Bangla