সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাঈদ কবে শহীদ হন ?

(A) ১৫ জুলাই ২০২৪
(B) ১৬ জুলাই ২০২৪
(C) ২০ জুলাই ২০২৪
(D) ২১ জুলাই ২০২৪

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

একুশে পদক-২০২৫ অর্জন করেছেন কতজন ব্যক্তি ?

(A) ১৩ জন
(B) ১৪ জন
(C) ১৫ জন
(D) ১৬ জন

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে কোন দিনটিকে ?

(A) ২৫ ফেব্রুয়ারি
(B) ২৬ ফেব্রুয়ারি
(C) ২৭ ফেব্রুয়ারি
(D) ২৮ ফেব্রুয়ারি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের কোন বিভাগে উপজাতি নেই ?

(A) খুলনা
(B) ঢাকা
(C) বরিশাল
(D) ময়মনসিংহ

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

১৯৫২ সালে ভাষা আন্দোলনে প্রথম শহীদ কে ?

(A) আবুল বরকত
(B) শফিউর রহমান
(C) রফিক উদ্দিন
(D) আব্দুস সালাম

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে ?

(A) ১৮৬১ সালে
(B) ১৮৬২ সালে
(C) ১৯৬১ সালে
(D) ১৯৬২ সালে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

নতুন ছাত্র সংগঠনের নাম কি ?

(A) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
(B) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
(C) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ফোরাম
(D) ছাত্র ফোরাম

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় ?

(A) কানাডা
(B) ইতালি
(C) জাপান
(D) দক্ষিণ আফ্রিকা

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ?

(A) আব্দুস সালাম
(B) রফিক
(C) জব্বার
(D) আবুল বরকত

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশ বিমানের লোগো কে ডিজাইন করেন ?

(A) হাশেম খান
(B) কামরুল হাসান
(C) নিতুন কুণ্ডু
(D) মুর্তজা বশীর

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন